ভুবন ভুলানো হাসি,দোলিত কাশফুলের রাশি
আমি হাসির জোয়ারে ভাসি, বিচ্ছিন্ন আনমনে,
হাসির তীব্র প্রতিধ্বনি, আবার যখন শুনি
আরো শুনার প্রহর গুনি, জোয়ারে ভাসার কারণে।
মেঘের আওয়াজ থমকে দাঁড়ায়, সেও শুনতে কর্ণ বাড়ায়
আমি তখনো ভাসার খেলায়, ভেবে হাস্যবিভীষিকা,
নীহারিকা, তুমি মোর নীলাবতী..মেঘবালিকা।
তোমার হাসির লাস্য ভেলায়,সর্ব ধ্বনি অবহেলায়
প্রতিধ্বনি শুন্যে মিলায়, তোমার হাসির তটে,
কেউ যায় নির্বাক রয়ে, কেউ যায় অজান্তে ক্ষয়ে,
কেউ যায় ঢেউয়ে বয়ে, কেউবা মত্ত হয়ে ছোটে।
আমি কি আর আমি থাকি, হুশ হারাতে কি আর বাকি!
হৃদয় মাঝে তোমায় আঁকি.......দীপ্ত দীপিকা
নীহারিকা, তুমি আমার সুহাসিনী, মেঘবালিকা।
(১৬/১০/২০১৪)