উকিলের পরিচয়
এক সাবধানী এবং বিজ্ঞ উকিল ছিল সেথায়
লোকটি লিপ্ত ছিল আইন ব্যবসায়। ৩১০
লোকটি আরো ছিলো বিশেষ গুণে গুণান্বিত
ছিলো সে সুবিচারশালী এবং মহান সম্মানিত।
তদেখে তাই মনে হয়, তার কথা বিজ্ঞজন স্বভাবে
সে কখনো রাজার নির্দেশক্রমে, কখনো সাধারণ ভাবে
ন্যস্ত ছিল দায়রা আদালতের বিচারক রূপে কাজ ভারে;
তার দক্ষতা, মেধা বুদ্ধির সুনামের ব্যাপকতা অনুসারে
এ উকিল অনেক মহামূল্যবান অর্থ সম্পদ অর্জন করে।
জমির কেনার ব্যাপারে দক্ষ তার মতো নেই এই শহরে-
তার কেনা জমির সত্ত্ব নিয়ে ঝামেলা থাকত না এক তিল
এমনকি তার তৈরি দলিলপত্রও হতো না কখনো বাতিল।
এই শহরে সে ছিল ব্যতিব্যস্ত উকিল মানুষ একদম
তার ব্যতিব্যস্তের শেষ নেই। তার সময় ছিল বড় কম।
রাজা উইলিয়াম হতে হয়েছে যত মামলা, বেরিয়েছে রায়
সব কিছু জানা আছে এই উকিলের জিভের ডগায়।
আইনের কাগজ পত্র তৈরিতে পাকা দক্ষ মজবুত-
যে, যে কেউ ধরতে পারতো না তার কোনো খুঁত
রাখত আইনের প্রত্যেক বিধিধারা তার মগজ অন্তরে
চিত্রবিচিত্র পোশাকে সে ঘুরতো ঘোড়ার পিঠে চড়ে।
কোমরবন্ধনীতে ঝুলতো অনেক লোহার শলা, একটি থলি
থাক, আমি তার পোশাক পরিচ্ছদ নিয়ে আর কিছু না বলি। ৩৩০
(পরবর্তীতে এক অনভিজাত জমিদারের পরিচয় দেওয়া হবে)