খয়রত টিভিঃ আজকের টকশো
ঠিক রাত বারোটায়
কথা হবে কৃষকের কৃষি নিয়ে
চোখ রাখুন পর্দায়।
……………….সম্প্রচার সম্প্রচার……………
উপস্থাপক অতিথি কৃষিবিদ জামিল
শেয়ার হোল্ডার নিতিন কুমার
সাথে আছেন উপদেষ্টা সচিব,
নগরপাল মাহিম সরকার।
কৃষিবিদ চাষী মরে বারমাস
কবে হবে এর প্রতিকার?
এইবার ধানের কেজি হোক
সোনার বাজার।
নগরপাল এতো টাকা চালের কেজি
আশ্চর্য, এ যুগে কেমনে খাই!
রিকশাওয়ালা, মুটে মুজুরের
দিকটাও তো ভাবা চাই।
টাকায় কুড়িমণ ধান
বেঁধে দিক সরকার
টাকায় আটমণ চাল
খুব হওয়া দরকার।
উপদেষ্টাসচিব- সার পায়, বিষ পায়
বীজ-পানি পায় সহজে
চালের এত বাজার দর
হয় এখন কি কাজে?
কৃষিবিদ হা ভাই কৃষকের কাজ নেই
অকারণ দেয় চাপ,
মাঠে-ঘাটে, রোদ ঝড় বৃষ্টিতে তো
খেটে মরে তোদের বাপ?
.........................
প্রশ্নপর্বে, যুক্তিতর্কে
উন্নতি-অবনতি দেখায় ধুমায়
জাতি বুঝে ছ'চাষ
কৃষক তখন ঘুমায়।
২৮ জুন,২০২০
(কাব্যগ্রন্থ - বিষফোঁড়া)