সোনালিকা, কবে আমায় একটু ফিরে চাবে?
এক আকাশ শিরনী দিবো তারাদের।
কবে তোমায় নিয়ে গোধূলি দেখবো?
পাশে রবে তুমি
আমি লিখবো কবিতা
আমি হবো কবি।
কবে, কাজলকালো চোখে চেয়ে রবে মোরে?
আমি সেথা প্রেম খুঁজবো,
বেঁচে থাকার তীর খুঁজবো
তোমাতে হারানোর হাজার খোলা দরজা খুঁজবো।
কবে, তুমি আলতো ছুঁয়ে যাবে আমাকে?
আমি হবো কম্পিতসুখ,
সুখসাগরে করবো আমি অবগাহন।
কবে তুমি কাঁধে মাথা রেখে পাশে বসে রবে কিছুক্ষণ
আমি অষ্টপ্রহরে মহাকাল চাইবো
মাঝ সমুদ্রের ত্রিপাল হবো।
কবে বলবে ভালোবাসি? ভীষণ ভালোবাসি।
কবে জোছনার আলোতে করবো
"ভালোবাসা মিছিল"?
কবে? কবে চিৎকারে বলবো সোনালিকা
জয় করেছি আমি তোমার ভালোবাসা।
বলো সোনালিকা, কবে দিবে
চাহনি
স্পর্শ
প্রেম?
৩ জুন, ২০১৯
(কাব্যগ্রন্থঃ সম্ভাষণ)
কাব্যগ্রন্থ পরিচিতি
("সম্ভাষণ" কাব্যগ্রন্থটির বেশিরভাগ কবিতা সংলাপনির্ভর, কখনো প্রেমিক-প্রেমিকার, কখনো সন্তানের সাথে পিতামাতার, কখনো অচেনা কারো সাথে)।