সোনার চামুচ মুখে নিয়ে আজ জন্ম হয়
ননীর পুতুল হয়ে গড়ে উঠি
হাতের নাগালে বিলাসিতা করে ভিড়
সহস্র রোগ করে দেহে রাজত্ব।
আজ শুয়ে শুয়ে নাওয়া হয়
পেট উপচে খাওয়া হয়
চর্বি কমাতে ধাওয়া হয়
জীবন শুধু দাওয়াময়
যান্ত্রিকসুখে প্রাকৃতিক দেহ ক্ষয়
মরীচা বেঁধে যায় গিঁটে গিঁটে
মন মগজে ক্ষীণতার বসবাস
স্থূলতায় দেহ হিমালয়, যায় রসাতল।
সুখের নামে অসুখের আমন্ত্রণ
শ্রম বিড়ম্বনা কেবা সয়?
অর্থ কড়িতে জীবন স্বর্গ খুঁজে
বিলাসী সুখে মহাশয় দেহ
অসহায় পড়ে রয়।
মন যেখানে ঘূণেধরা
দেহরোগ সারে কোথা হতে?
পুষ্পশয্যা জীবনে কলকব্জা অনড়।
কায়িক শ্রমের অসার ইচ্ছেতেই
রোগের সাথে জীবনের সংসার।
১১ জুন, ২০২৯
(কাব্যগ্রন্থ-সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)