দেশ, দেশ হতে বিচ্ছেদ
সমাজ হতে সমাজ
বিচ্ছেদ আর শাসন
বিভাজন আর শাসন।
এক মুষ্টি সুখের আশায় বিভাজিত জগত সংসার।
এক করার নামে চলে "ভগ্নাংশের খেলা"।
বর্ণের নামে বিভাজন
ধর্মের নামে বিভাজন
রং এ বিভাজন,
সংস্কৃতির ঢং এ বিভাজন।
রাষ্ট্রের নীতি যন্ত্র বলে "এক হও"
আর নীতি নির্ধারকরা ছাড়ে নিশ্চুপ থাবা।
তারা বলে "এক এক হও"।
যুগ যায়, শতাব্দী যায়,
রাজ্য বদলায়, রাজা বদলায় না।
ডিভাইড এন্ড রুল নীতিতে আজো অটুট তারা।
কে দলিত হয় কে তাকায়?
সবাই তো প্রতিদ্বন্দ্বিতায়,
ভয়াল নিঃশ্বাসে জীবন পুড়ে শুধু নিপীড়িতের।
দেশ হতে দেশ বিচ্ছেদ
নাগরিক হতে দেশপ্রেম বিচ্ছেদ
সমাজ হতে সামাজিকতা বিচ্ছেদ।
বিচ্ছেদের থাবা থেকে রক্ষা পায় নি পরিবার;
পরিবার থেকে পরিবার বিচ্ছেদ
পিতামাতা থেকে সন্তান বিচ্ছেদ
পিতা হতে মাতা বিচ্ছেদ
বিচ্ছেদ বিচ্ছেদ শুধু বিচ্ছেদ।
ঐক্য আজ মুমূর্ষু
মানুষ হতে আজ মনুষ্যত্ব বিচ্ছেদ।
কবে শেষ হবে বিচ্ছেদের ক্রমধারা?
কবে শেষ হবে বিভাজনের খেলা?
কবে সত্য হবে নজরুল?
নজরুলের সত্যবাণী,
"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই"।
কবে মানবতা হবে সত্য?
এক হবে পৃথিবী?
এক কাতারে হবে মানুষ?
আমি তো তার অপেক্ষায়
এক সত্য সুন্দর মানবতার পৃথিবীর।
২৬ নভেম্বর, ২০১৯
(কাব্যগ্রন্থঃ সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)