এই যে মেয়ে ধূপ রূপসী কেন মহাকাল আড়ালে?
কেন ঘুরিয়ে নাও মুখটিখানা আমি দুইটি কদম বাড়ালে?
বিস্তীর্ণ পাথারের মতো, হৃদয় মেলে রেখেছি যে নিশ্চুপ
অষ্টপ্রহরে জমাতে পারো মহাকাল মহাকাল কষ্টের স্তূপ
নিয়ে যেতো পারো ভালবাসা, স্বাধীনচিত্তের প্রেমপঞ্জি
রেখে যেতে পারো ভাংগা স্বপ্ন, গাঢ় বেদনার শতরঞ্জি
পুড়াতে হৃদয়, খুঁনসুটিতে সৃষ্টি করে যুগের দাবদাহ
কিংবা অযথা কারণ, ইচ্ছেবারণ অভিমানের হিমবাহ।
চাই হাসিমুখেই যাও যেন ফিরে, চাইনা বিনিময় মূল্য
ভরিয়ে হৃদয় নিদারুণ বিদ্রূপতার রসে পঞ্চসমুদ্রতুল্য
নীলাবতী, চাইলে এই হৃদয়ে নীল নীল বিষ ঢেলে দাও
আমি হৃদয় মেলেছি, তুমি যাচ্ছেতাই আবাদ করে যাও।

২৯ মে, ২০২১

(কাব্যগ্রন্থ- তোমার জন্য পদ্য নয়, গদ্য লিখেছি)