অতঃপর আমার হাত ছুঁয়ে গেলো তোমার সমুদ্রকমল
    হয়তো অবাক হয়েছিলে কিংবা দ্বিধাগ্রস্ত
    আর আমি দিশেহারা কাশবন
    কোন ঢেউয়ে কোন দিকে দুলবো!
অবয়বে নীল ডুরে শাড়ির কাঁপন দেখেছি
তোমার মুখে তিলবিহারে মগ্নউৎসবে মেতেছি।

একদিন পাশে তুমি, তোমাতে নীরবতা
    কোলাহল খেলে যায় আমার মাঝে
    কখনো তোমার আমার আঙুল যুদ্ধে,
    কখনো তোমার নীরব সম্মোহনে,
কখনো তোমার হরিণী চোখে তাকানোর প্রতিযোগিতায়
তোমার কালো টিপ, হালকা লিপস্টিকের আন্দোলনে
    পাশে, আরো কিছুক্ষণ থাকার আবদার।
    হা না জবাবে গভীরভাবে
        ভালোবাসলে তুমি আমাকে।
প্রশ্নপর্বে কিছু বললে, আর কিছু বললে না।
স্বাধীনতা উজাড় করে দিয়ে,
        আমাকে বিসর্জন নাম আখ্যা দিলে।
ভালোবাসলে নিজের মতো করে
                কেউ জানলো না
প্রেমদিলে উজাড় করে
                পৃথিবী জানলো না
এখনো নীলাবতী আমায় কতটা ভালোবাসো?
                যেটা আমি জানি না।

নীলাবতী, তুমি যেনো ভালোবাসার শহরে
        দিগন্তের রক্তিম স্বাধীনতা
আর আমি তোমার স্বাধীনতার
        হয়তো কোনো এক স্বৈরশাসক।

২০ফেব্রুয়ারি, ২০২১

(কাব্যগ্রন্থ- সম্ভাষণ)