আমি মানচিত্র
আমি স্বচরিত্র নেই ঠিক
যুগ-যুগান্তরে আমি রূপ বদলাই,
রং বদলাই
দিক পাল্টাই।
আমি মানচিত্র
আমার মাঝে চিত্র কোথায়?
শুধু সেথা বক্ররেখার দোড়
অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, আন্তর্জাতিক তারিখরেখা।
চিত্রবিচিত্রে আমাতে চলে রাজনীতি
আমি বিধ্বংসী
আমি এক এবং একা
তবু কত নাম
ভৌগোলিক, সামরিক, অর্থনৈতিক।
সীমানা নিয়ে যুদ্ধ বিগ্রহ কত
কত গোলযোগ,
জন্মান্তরের দ্বন্দ্ব
আর দ্বন্দ্ব বহমান।
সন্দেহ হয় আমি মানচিত্র জন্মায় ভুল করলাম না তো।
সেই শুরু থেকে কত দেশ এল গেল হিসেব তার নেই
না জানি আর কত দেশ জন্ম নেবে আর অস্ত যাবে;
আমার দরুন তাজা তাজা প্রাণের হবে ক্ষয়।
আমি মানচিত্র
আমি স্থায়ী
কিন্ত কাল মহাকালে বারবার বিধ্বংসী।
১২ আগস্ট, ২০২০
(কাব্যগ্রন্থ-সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)