"মানসী"।
রবীন্দ্রনাথের "মানসী" হাতে দাঁড়িয়ে।
রক্তবর্ণ শাড়ি কৃষ্ণভ্রমর দেহে
সকাল সৌন্দর্যের ভিড়ে এক নবজাগরণ ধরে দাঁড়িয়ে আছো তুমি শহীদ মিনারের পাশে।
শহীদ মিনার স্টেজে একুশের গান ভাসে
ইতিহাসে জীবন হাসে
আমি জীবন্তলাশবেশে
বইস্টল হতে তোমাপানে চেয়ে।
আমি ভাবনায় ছেয়ে
বই কিনে তুমি কি দাঁড়িয়ে আছো?
নাকি একুশ স্মরণে মাতৃভাস্কর্য সেজেছো?
অতঃপর
স্টেজে উঠে সমুদ্র কোলাহল থামিয়ে সুরে অনুভূতির ঝরণা বইয়ে দিলে।
"বার বার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট
ময়দানে ফিরে আসে,
ব্যাপক নিসর্গে ফিরে আসে........
………..বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হ’য়ে যাবে?"
সেবার বইমেলায়
তুমি মানসী, সুরের ব্যঞ্জনা রেখে গেছো
আজো দ্যোতনা সৃষ্টি করে
আমি আবার একুশ অপেক্ষায়
নতুন কোনো কবিতার ঝংকারে তোমার সুরলহরী শুনব বলে।
৩ মার্চ, ২০১৯
(কাব্যগ্রন্থ - সম্ভাষণ)
বিজ্ঞাপনে আড়ালে আড়ালে
আমার লেখা প্রথম উপন্যাস "প্যারালাল ইনডেক্স" অমর একুশে বইমেলায় আসছে।
ইতিমধ্যে রকমারি ডটকমের আয়োজনে রকমারি অনলাইন বইমেলায় পাওয়া যাচ্ছে।
বইয়ের নাম- প্যারালাল ইনডেক্স
লেখক- মোস্তফা মানিক
প্রকাশক - শফিক সাইফুল
প্রকাশনী - সাহিত্যদেশ
মুদ্রিত মূল্য- ২৫০
ধরণ/শ্রেণি- ধর্মীয়ান জীবনকেন্দ্রিক/ রোমান্টিক / হালকা দর্শনমুখর।
আশাকরি সবাই আশীর্বাদে রাখবেন। কবিতার আসরের সকল কবিগণের জন্য পরম শ্রদ্ধা রইল।