বাসা তোমার ছয় রাস্তার মোড়
দ্বাদশী ভবন
আমি মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক স্তম্ভ,
তুমি বারান্দায় আসবে কখন?
কখন তুমি আসবে?
কখন তুমি আসো?
কখন সময় হবে তোমার?
গতবছর তিন
প্রতিদিন
দ্বাদশীর চত্বরে
কোনো না কোনো প্রহরে
এসেছি হাজার অজুহাতে।
অজুহাত কি তোমার চোখে পড়ে না?
অভিযোগ কি কিছু নেই তোমার?
বিরক্তির কোনো প্রকাশ নেই?
তোমার বাসার সামনে মোটর গাড়ির অহেতুক শব্দ,
ভ্রুম ভ্রুম টিত টিত
অহেতুক আমার নষ্ট গাড়ি
আমি তাকাই তোমার বাড়ি
বারান্দায় তুমি এসে এই বুঝি হেসে দিলে।
আমি জানি
আমি জানি
তুমি থাকো দক্ষিণের ঐ ঘরে
সেদিন কি জানি কি কারণ বারান্দায় এসেছিলে
আমি দূর
আমি দূর হতে দেখেছিলেম।
হন্য হয়ে ছুটে এসেছিলেম।
আর তুমি?
তুমি হলুদ শাড়ি পড়া পূর্ণিমা আড়াল হয়ে গেলে।
তোমায় দেখা বুঝি আমার বারণ!
বাসা তোমার ছয় রাস্তার মোড় দ্বাদশী ভবন।
আমি ট্রাফিক পোস্ট হয়ে দাঁড়িয়ে এখন
কাননবালা,
তুমি বারান্দায় আসবে কখন?
২ জানুয়ারি, ২০২০
(কাব্যগ্রন্থ- সম্ভাষণ)