তুমি পাঠাগারের তৃতীয় সারির শেষ টেবিলে
আর আমি তুমি বরাবর দক্ষিণ পশ্চিম কোণ
তুমি মহাকাব্য আর আমি মহাকাল।
সম্মোহনে কিছু দৃষ্টি।
আজ বাতাসের গাঙচিলে, আকাশের গাঢ় নীলে
তোমার জন্য সাজানো কিছু গুপ্ত আয়োজন;
সময়ের খেয়ালে অনুভব বেসামাল।
নেমেছে ইচ্ছের বৃষ্টি।
হা আমি হৃদয় খুলে, আজ তাই তোমাকেই লিখছি
ডাকঘর সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার বই
এই চিঠির সাক্ষী প্রতিটি কবিতা-
প্রতিটি কবিতার উক্তি;
তোমার মেহেদী রাঙা হাতের আঙুল যতবার দেখছি
দিশেহারা আমি বিহ্বলে ছন্দপতনে পড়ে রই
নখ যেন কৃষ্ণচূড়ারূপ লাল সবিতা;
রক্ত আভার চুক্তি।
দৃষ্টিতে কি বলো? কৃষ্ণচোখে যেন বিদিশার ঘাঁটি;
কালো বোরখার আড়ালে ঠোঁটে কোনো শব্দ কি ধ্বনিত হয়?
দৃষ্টিতে যদি কোনো ছন্দ মিলে;
পাঠাইয়ো কাব্যনিরঞ্জন;
এখনো আমি তোমার চোখের পাপড়ির খোয়াবনামা উদ্ধারে হাঁটি
কবিতার পথ ধরে। ব্যস্ত, শতভাবনার তোমাতে ঘটে ক্ষয়;
তুমি পাঠাগারের শেষ টেবিলে।
আমি দক্ষিণ পশ্চিম কোণ।
১৭ এপ্রিল, ২০২০
(কাব্যগ্রন্থ- সম্ভাষণ)