তোমার চোখ যেন নবপল্লবে ঢাকা লজ্জ্বার লালচে দুর্গ
ঈশান কোণের কুচকুচে কালোমেঘের বরণ খেলে তোমার দীর্ঘ চুলে,
তোমার হাসি গোধূলী প্রহর, উত্তাল আবেগ বহর
আমার ভাবনার শহর
ভুল জেনেও করে বসে ভুল,
বেহাল দশায় দেখি নেশারা উদগ্রীব
আমার ধৃষ্ট কামনা
যেন শ্রেষ্ঠ সময়ের
তোমার আকৃষ্ট চাহনিতে।
ঠোঁটের কাতারে ইচ্ছেরা মরেও ফিরে আসার সাধ রাখে
চাঁদ সে তো মূরছা যায় তোমার আগমনে
কাশবনে সুরের কোলাহল পড়ে
সবুজ শাড়ির পাটিতে প্রকৃতি নেমে আসে।
হৈমন্তী তোমাতেই এনে রেখেছি সকল অনুভূতি
তাই তো আজ ভেজা বকুলের গন্ধ স্মরণে তোমাতে হারাই।
আমার হাতে গুচ্ছ গোলাপ তুচ্ছ লাগে
স্পর্শে তোমার শুকনো গোলাপ গুচ্ছেও প্রাণ জাগে।
(কাব্যগ্রন্থ- সম্ভাষণ)