জাগ্রত হোক ভালোবাসা বিশ্ববাসীর জন্য
ধরণী সবুজে সেজে ঢেকে যাক ভ্রাতৃত্বের চাদরে
এক পতাকা তলে নেমে আসুক শান্তির আবাস।
খন্ডিত ভূলোকে এক অখন্ডিত পৃথিবী
সবুজ বনাঞ্চলের বেষ্টনী মোড়া
থাকবে না কার্বন ডাইঅক্সাইডের দাপট
মেরু বরফের রাঙানো চোখ
জলোচ্ছ্বাস হুংকার কিংবা বজ্রপাতের বিভীষিকা।
এক সুন্দর পৃথিবীর জন্যে হয়ে যাই
এক মায়ের সহস্র সন্তানসরূপ।
২৩ মার্চ, ২০১৯
(কাব্যগ্রন্থ- সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)