রৌদ্রবেজার সকালে
জীবন প্রবাহমান
নাম মাত্র প্রাণি কিংবা মানুষ
স্থির স্বপ্ন, গতিশীল সময়
কখনো বেমালুম খইয়ে যায় পথ
হোঁচট খেয়ে দিশা আসে
কেউ পুনরায় আলোর পথে ফিরে আসে
কিংবা কেউ আসে না।
চলে সময়, চলে প্রতিযোগিতা,
জরা-বার্ধক্যে পার্থক্য থাকে না,
সংসার ভার যেন ক্লান্তগাড়ি
আর মন্দির মসজিদ মাজারে যেন শ্রান্তির পথ।
তবুও সে শান্ত নয়,
জীবনের হিসেব মিলে না।
নতুন করে অংক কষার সময় কোথা?
সময় কোথা খুঁজে বের করার
ধারাপাতে ভুল নাকি চলার পথে পথে?
অতঃপর একদিন সে ছুটে নিরুদ্দেশ যাত্রার পথে,
ঘরে ফেরার আর নাম নেই।
২৭ মার্চ, ২০১৯
(কাব্যগ্রন্থ - সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)