আজ সমুদ্রুর শান্ত কেনো
নোনোজলে দিয়েছিতো ডুব
আজ রৌদ্দুর ক্লান্ত কেনো
মনপোড়া বিহ্বলে চেয়ে আছি খুব।
আজ আকাশের শান কেনো নেই
চক্ষুসীমানায় বেঁধেছি কাফন
আজ বাতাসের গান কেনো নেই
হারানোর ইচ্ছে দিয়েছি দাফন।
আজ গোধূলি কেনো বিবর্ণ
স্বপ্ন দেখা তো গিয়েছি ভুলে
আজ রংতুলি কেনো জরাজীর্ণ
ভাবনাকে তো রেখেছি তুলে।
আজ মেঘের কেন রাগ নেই
অনুরাগে আর আসে নাতো কেউ,
পাখির কণ্ঠে কেনো জাগ নেই
সুরের তানে আজ প্রপঞ্চতার ঢেউ।
(কাব্যগ্রন্থ -কাব্যলহরী)