গতরাত স্বপ্নে- পুরুষ স্পর্শে
হঠাৎ উঠে বসেছিলে,
ঠিক দখিনা স্নিগ্ধ বাতাস
হালকা ছুঁয়ে যাওয়ার মতো-
শিরশিরিয়ে উঠেছিল তোমার তনুখানি;
বিনত হৃদয় কম্পনে বেড়েছিল দীর্ঘশ্বাস;
দীর্ঘশ্বাসের পরে
লজ্জাবতীর লজ্জা নিয়ে
সেই স্বপ্নের পুনঃ দর্শন চেয়েছিলে।
স্বপ্ন স্পর্শ ভাবনায় শয্যা এপার ওপারে
কাটিয়েছিলে রাত।
হৃদয়ে লালিত ভাবনায় স্বপ্নপুরুষ এঁকে
স্পর্শকে টেনে এনেছিলে বারবার;
স্পর্শযুদ্ধে তুমি হয়েছিলে বিহ্বল।
মধ্যাহ্নে ভীষণ বিষম খেয়েছিলে;
সেই পুরুষে আবার বুঝি চিমটি কেটে গেলো?
দিয়ে গেলো এক পশলা দুষ্ট ভালোবাসা!
দূরে তাকিয়ে আবছা প্রতিচ্ছবি চেয়ে
উষ্ঠা খেয়ে পড়েছিলে;
ষোড়শীতে যৌবন যুদ্ধের দামামা বাজিয়ে
খেয়ালে দূরে-
হাতছানি দেখেছিলে উত্তম পুরুষের।
বেখেয়ালে তুমি মুচকি মুচকি হেসেছিলে;
এই বুঝি তোমার নাম নিয়ে
কেউ বুঝি ডেকে গেলো।
দেবযানী, তোমার সেই স্বপ্নপুরুষ
প্রতিচ্ছবি
ভঙ্গুর ঘুম
দূর হাতছানি
সেই বেখেয়াল
লালিত স্বপ্ন
আর কেউ নয়
দেবযানী, আমি তোমার সেই গোপন প্রেমিক।
২৭ আগস্ট,২০১৮
(কাব্যগ্রন্থ-সম্ভাষণ)