হে দেবদারু বৃক্ষ
সবুজে সবুজে দীর্ঘকায় তুমি
তুমি সবুজে, সবুজ এ প্রকৃতি।
তুমি সুউচ্চময়, প্রকৃতির পিরামিড,
অঙ্গে ধরে আছো শৈল্পিক চিত্রপট।
ঢেউখেলানো পত্রপল্লবের ঝংকারে তুমি-
তুমি বাগান, পাহাড়, মধ্যপথ
মধ্যদ্বীপের সৌন্দর্য।
তবু তোমাতে নেই অহংকার
নেই মাথা নোয়ানোর শিক্ষা
অভ্রভেদী যেনো তুমি
সীমানা ছুঁতে চলেছো।
তুমি ভেষজে সদা দানবীর
উদারে তুমি উদবারী।
তুমি বাতাসের কলকল বাঁশি,
বাতাস এসে সুর তোলে তোমার পত্রপল্লবে।
২৩ অক্টোবর, ২০১৭
(কাব্যগ্রন্থ - সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)