কে তুই নির্বোধ সন্তান
কোন আকাশ ফেঁড়ে নেমে এসেছিস তুই
স্বর্গকে কাঁদাতে?
চেয়ে দেখ নির্বোধ সন্তান
মা কেঁদে মরে রাস্তার পর।
তোর মানবিকতা খেয়েছে কে?
কোন পাশবিকতা পেয়েছে তোকে?
বিবেক কোন কালকুঠিরে বন্দী তোর?
আজ মা কেন ঘরছাড়া?
পিতা কেন অপমানিত
লাঞ্ছিত কেন সহোদর
বোন কেন পরিচয়হারা
সন্তান কেন অন্যের দাসভুক্ত?
কোন নরককুণ্ড তোর মনে চেপে বসেছে?
তোর সরল চেতনায় ঘূণ ধরেছে!
ন্যায়নীতির ভারসাম্য বুঝতে এতই মাথামোটা?
নাকি সহজাতভাবেই তুই হিংস্র হায়েনার দলভুক্ত?
কে দিয়েছে তোকে লালসা-
কোন ইবলিশ-রাবণের আঙুলের নাচনে নাচিস?
কোন অগ্নিকুণ্ডের তুই নাটের গুরু-
মানবতার সমাজে বিষফোঁড়া হয়ে এসেছিস?
সবুজ ধরায় কীট হয়ে এসেছিস?
১১ আগস্ট, ২০২০
(করোনায় গৃহবন্দি সময়কালে)
(কাব্যগ্রন্থ- সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)