চারুলতা, প্রেম আর কত?
এবার তোমার উষ্ণ দেহখানি চাই
চাই দেহ মাঝে আবৃত হতে
নগ্নতার চাদরে মিশে যেতে।
চাই এবার তোমার পরম সান্নিধ্য
আজ দেহ চায় আদর,
মন চায় প্রেম,
প্রেম চায় যত্ন
এক পূর্ণাঙ্গ গভীর ভালবাসা।
কাদামাখার মতো আলিঙ্গন
চারদিকে ধ্বনিত হবে কাছে আসার মিছিল
গুঞ্জনে গুঞ্জনে ভরে যাবে নিস্তব্ধ পৃথিবী
ওষ্ঠে জড়িয়ে তখন তোমার চুম্বন।
দূর দিগন্তে গোধূলির মাখামখি
কোনো কাশবনে তোমার আমার সম্মোহন
যেমন মৌমাছি স্বরূপ মৃতের আহ্বানে
প্রথম মিলনে হয়ে ওঠে পাগলপ্রায়
তেমনি আমি পাগল
শৃঙ্খল উচ্ছৃঙ্খল
তোমার স্পর্শকোলাহলে।
বাসনা যেমন ডাহুকীর ডাকে
গন্ধ যেমন পাপড়িতে ডুবে থাকে
ঝিনুক যেমন মুক্তোকে রাখে
শিল্পী যে প্রেমে যুগলপ্রেম আঁকে
গভীর নিঃশ্বাসে দেহসাগরে ডুবিয়ে তুমি আমারে তেমনি ভালবাসা দাও।
২০২০