আমি সীমান্ত পিলার,
প্রান্তে দাঁড়িয়ে এ ভূমির আত্মচিৎকারে শুনি:
একদিন তো আমি একজনই ছিলাম,
আজ আমাকে ছিন্নভিন্ন ক্ষতবিক্ষত করে-
হাজার নামে এঁকে রেখেছে।
মা কে তো পৃথক করা যায় না
তবে আমি একপৃথিবী কেন এত খন্ডায়িত?
বেড়াজালে কেন এতো নিঃশঙ্কসতা?
কেনো বর্বরতা ঘিরে ওঠে প্রান্তের ধারে?
লাশ হয়ে পড়ে থাকে বেবাক প্রাণি।
আমি সীমান্ত পিলার
পৃথিবীর আত্মচিৎকারে আমার কিছু বলার থাকে না
সীমান্তে গুলিতে পড়ে থাকা নাগরিকের লাশে
পৃথিবীর চিৎকারে আমি শঙ্কিত হই
মনে হয়
পৃথিবীর মানুষের বুকে তার প্রেমের ছিটেফোঁটা নেই
তাই তো অবাধে লাশ বানিয়ে ফেলে জ্যান্ত মানব মানবীকে।
আমি সীমান্ত পিলার
স্তম্ভ দন্ডায়মান সীমারেখার মানদণ্ড হিসেবে।
যুগের হিসেবে আমিও হয়ে যাই ভুল
ঠেলাঠেলির রোষানলে আমি পড়ে থাকি।
আমি সীমান্ত পিলার
যেন এক নীরব কিলার।
১৪ আগস্ট, ২০২০
(কাব্যগ্রন্থ- সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)