আমার লম্বা চুলের মাখামাখিতে
তুমি খুলো প্রেমশালা
চোখে দৃষ্টি ভিড়িয়ে চেয়ে থাকো
গভীর প্রেমে আগলে রাখো বুকে
সুযত্নে ছুঁয়ে যাও আমার তিলবাহারী গাল
হাতের পরে হাত, হেঁটো চলো আনমনে
এ প্রেম তোমার যেন শতাব্দী অপেক্ষা করেছিল
তোমার ভীষণ ভালোবাসায়
আমি অবাক না হয়ে পারি না
দুষ্টুমিতে তোমার ভালোবাসা
আমার হৃদয় ছুঁয়ে যায়
তাইতো এখন বাধা দেওয়ার ইচ্ছেরাও
চায় তোমার দুষ্টুমি
চায় রাত আঁধারের পাগলামি
চায় ভীষণ রকম সান্নিধ্য
তোমার ঠোঁটের উষ্ণ স্পর্শ।
মাঝে মাঝে মনে হয় তুমি ভীষণ রকম জাদুকর
আর আমি তোমার মায়াজালে বন্দি
তাইতো আমিও এখন তোমায়
পাগলের মতো ভালোবেসে ফেলেছি।
অনুভূতিতে রাজত্ব করতে বেশ শিখেছো।
আচ্ছা ধরো দুজন যদি বেঁচে থাকি
আরো পঞ্চাশটি বছর
আজি হতে পঞ্চাশ বছর পরও কি
এই জুনাইরাকে এভাবেই ভালোবাসতে পারবে!
১১ আগস্ট, ২০২১
(কাব্যগ্রন্থ-সম্ভাষণ)