বাসা তার নেই কোনো, সদা ভাসমান
ধরার মাঝে যেন তার শিশিরের প্রাণ
কত ক্ষুদ্র সৃষ্টি সে এই ধরাধামে
তবু বাস্তুসংস্থানে তার বিশাল অবদান।

৩ নভেম্বর, ২০১৮

(কাব্যগ্রন্থঃ এখানে নক্ষত্রের জন্ম)