সময় ছিলো অনুকূলে
    না পড়ন্ত বিকেল
    না সন্ধ্যারাগের মায়া।
সময় আমার মতো করেই বয়ে যাচ্ছিল
সকাল আর দুপুরের মাঝামাঝি  
রৌদ্রছায়ায় মাখামাখি।

তারপর এক গোলাপ ফুটে উঠে
অপার দৃষ্টি
মহিমার দারুণ সৃষ্টি
    কালের প্রিয়সিনী তো এমনি হয়।
তার চাহনিতে খুব করে ডুব দিতেই
    সময়ের ঘাটতি দেখা দেয়,
    তখন আমার পলক ফেলার সময় কোথা?
    নিন্দার কথা ভাবার সময় কোথা?

অতঃপর
একটি কথা,
দুটি কথা
না এর বেশি নয়।
    বেশিতে সংশয় ভাব ছিলো
    দ্বন্দ্বের শঙ্কা ছিল,
    দুষ্ট ভাবনার আকাঙ্ক্ষা ছিল।

মুহূর্ত নীরবতা শেষে,
মহাকাল ভেঙে
সকল সময় ছিন্ন করে
             (জগত ভুল
              সংসার ভুল
              আমার অস্তিত্ব ভুল)
আমাকে ভুল সময়ের মাঝে ফেলে
কাছে আসা পথেই নীলাবতী ফিরে গেলো।

১৫ মার্চ, ২০২১