লাগিয়েছ তিনটি চারাগাছ
কেটেছ একটি বৃক্ষ বলে
প্রকৃতি তোমার দ্বারা আহূত নয়
প্রকৃতির সবুজ সম্ভারে তুমি রেখেছ সমতা
তুমি আর কেউ না হও
তুমি একজন প্রকৃতিপ্রেমী বটে।
তোমার দেহে বল নেই
পেটে হয়তো জল নেই
দেশ বিরোধীদের দিয়েছ জবাব
তুমি আর কেউ নও
একজন দেশপ্রেমিক তুমি বটে।
সাজিয়েছ কোনো নতুন ক্রোড়পত্র
আগামী স্মরণে
ছাড়পত্ররূপে তৈরি করেছ বাসস্থান
তুমি কেউ নও
তুমি সুকান্তের এক জীবন্ত ইতিহাস।
তুমি চোর নও, তুমি জোচ্চর নও
তুমি সত্যের হিংস্রকান্ডারী
প্রতিবাদে বলিষ্ঠ স্বরের বজ্র হুংকার
তুমি কেউ নও
তুমি নজরুলের সত্য ন্যায়ের মশাল।
শান্তি শৃঙ্খলায় রেখেছ সাম্য
সংবিধানে পূর্ণ আস্থা
নেতৃত্বে তুমি সত্যভেদী
সমঅধিকারে পূর্ণ মানদন্ড;
দলমত নয়, নির্বিশেষে দেশ আর জনসাধারণ
বিরোধে নেই কোনো পক্ষপাতিত্ব
তুমি কেউ নও
এক সুনাগরিক বটে।
৯ মার্চ, ২০২১
(কাব্যগ্রন্থ - সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ)