দেড় যুগ বসন্ত পেরিয়ে যায়
দেয়ালিকায় এক এক করে তারিখ কাটা পড়ে
দেয়ালঘড়িতে চক্ষু রেখে ক্লান্ত সময়
ক্ষয় দৃষ্টি, ক্ষয় ঘড়ির কাটা।
তবু তোমার আগমন নেই
তোমার দেখা নেই।
তুমি বিড়ালাক্ষী, হরিণী চাহনিবেশী,
উচ্চ গ্রীবাদেশী
বহুদিন অপেক্ষাতেও তোমার দেখা নেই।
অতঃপর
কোনো এক সকালে তোমার হঠাৎ উপস্থিতি
জেগে উঠলো পুরনো স্বাধীনতা
ঢেউয়ে জাগলো সাড়া
পৃথিবী ফিরে পেলো প্রাণ
এক বৈঠকে কথার মধ্যে কথার লড়াই
নেই হার-জিত, নেই সংকোচ, নেই দ্বিধাবোধ
সম্মোহন-সম্ভাষণে শুধু স্বাধীনতা আর স্বাধীনতা।
দেড়যুগ অপেক্ষিত বসন্ত
দেড় শতাব্দীর গল্প আনে,
তোমার চাহনিপানে
নেশা টানে
পৃথিবীর কোলাহল জানে,
তুমি বিনে
মুহূর্ত যেজন আছে বেঁচে, সে কি আদৌ বেঁচে আছে?
একটু আসতেই স্বাধীনতার কাছে,
কিছু স্বাধীনতা আবার হারিয়ে পড়ে পাছে।
মৈত্রীচুক্তি হতে হতে হলো না
হাজার উক্তি প্রকাশ পেলো না
কিছু যুক্তিতর্ক বোঝা হলো না,
ভালো থাকার নামে
শুধু তৈরী হলো এক না বলা দ্বিপাক্ষিক চুক্তি।
২২ ফেব্রুয়ারী, ২০২১
(কাব্যগ্রন্থ- সম্ভাষণ)