মৃত্যু,তুমি স্তব্ধ তুমি নীরবতা
অনন্ত জীবনের শুরু,
যখনই তুমি আসো
তোমার পরশে সব স্তব্ধ হয়ে যায়।
মৃত্যু,তুমি কি সকলের ভয়?
নাকি মুক্তির সনদ?
তুমি দেখোনা ধনী-গরিব
তোমার পথে সবাই পথিক।
মৃত্যু,তুমি তো চিরন্তন সত্য
তবুও তো ভয়,
নতুনের সূচনা,স্তব্ধের জয়
জীবনের ব্যথা হবে নিরাময়।
মৃত্যু,তুমি কি আশীর্বাদ?
নাকি আর্তনাদ?
তুমি অনন্তের পথপ্রদর্শক,
নাকি স্রষ্টার সঙ্গে মহাসংযোগ?