জীবনে যে কতো কালো মেঘ ভাসামান হয়ে
প্রতিনিয়ত ঘুর্নায়মান সব সময়ই থাকে।
রাতের আঁধার যতই হোক যে কালো
অবশেষে আলোকিত হয় সূর্যের আলোতে।

কতো শত আশা সবার জীবনেই তো থাকে
আশা নামক মরিচীকার পিছনে সকলে ছুটে।
কারো আশা হারায় না কালো অন্ধকার রাতে
তারার মতো ইচ্ছে গুলো প্রদীপ হয়ে জ্বলে।

আশা না থাকিলে সকলের জীবন হয় নিষ্ফল
ছোট ছোট আশা নিয়ে বেঁচে থাকে জীবন।
জীবনে যতই আসুক ভয় মাঝি হয়ে হাল ধরো
আশার শক্তি সঞ্চয় করে জীবনকে গড়ে তোলো।