দিন শেষে ক্লান্ত দেহে বাড়ি ফেরা
কষ্ট গুলো যে বুকে জমা,
অশ্রুতে নয়ন ভেজা,
শব্দহীন জীবন,
আমার মনে তীব্র ঝড়ের খেলা।
গভীর রাত,
নিঃশব্দ চারিদিক,
ঘরের পাশে হুতোম প্যাঁচার ডাক।
শুধুই হতাশা,
দু'চোখে ঘুম নেই,
কেউ বুঝে না মনের কথা,
অন্ধকারে বিলীন হয় কষ্টের মেলা।
ঘরের ভিতর,
দুটি জোনাক জ্বলে,
গেছো ইঁদুরের দৌড়ঝাঁপ,
এ জীবন যে একটা সার্কাসের খেলা।