চাইনা কখনো কভু,
গগন চন্দ্রিমা ছোঁয়া,
শকুন পাখনা ভর
করে;
চাইনা খুশির দেখা,
মত্ত হয়ে রক্ত মেখে,
অনেক লাশের 'পরে
চড়ে।
শীতল মাটির 'পরে,
পুরনো ঝুপড়ি ঘরে,
থাকতে চাইছি সদা
সুখে;
চাইছি আমৃত্যু কাল,
অসংখ্য মনের ছোঁয়া,
আমার শ্রীহীন ভাঙ্গা
বুকে।