সূর্য হাসছে পূবের গগন নীল দরিয়ার বুকে,
হাসিতেছে কতেক ভেলা আলো নিয়ে মুখে।
টিনের চালা হাসছে সাথে রশ্মি হাতে পেয়ে,
কচিকাঁচা করছে খেলা আনন্দে গান গেয়ে।
নদী বক্ষে হাসছে পানি ঢেউকে সাথে নিয়ে,
হাসছে পুকুর সূর্য কে স্থান অন্তরেতে দিয়ে।
মন খুশিতে হাসছে বালু চকচক করছে মুখ,
আলো পেয়ে হাসছে পল্লব নেই অন্তরে দুখ।
তপন হাসি যাচ্ছে দেখা জমিন-গগন-জলে,
নিলাম তুলে হাসিগুলো নেত্র দ্বয়ের কোলে।
০১/০৮/২৩