গিয়েছ চলে খাটিয়া চড়ে মাটির ভেতরে,
সাধ জেগেছে দেখতে মুখ দু নয়ন ভরে!
চাচ্ছে মন উঠতে কোলে জড়িয়ে ধরে গলা,
একটু ছুঁয়া পেলেই তবে মিটত মন জ্বালা!
ইচ্ছে মনে তোমার সনে যেতে মামার বাড়ি,
ফের চড়তে নৌকা আর নানা রকম গাড়ি।
ফুটত মুখে মনের খুশি খলখলানি করে,
রেখেছি সব হাসির ধ্বনি গহীন অন্তরে!
তোমার রাঁধা পায়েস খেতে চাচ্ছে মোর মন,
কেউ রাঁধে না তোমার মত স্বাদ করে এখন!
আঁচল তলে পেয়েছিলাম স্বর্গ সম সুখ,
এতো শাসন করতে তবু জাগত না যে দুখ!
সাধ জেগেছে গলায় ধরে শুনতে ঘুমের গান,
সুর লহরে ভরতো মাগো ক্ষুধার্ত মন-প্রাণ।
সাধ গুলোকে লালন করে কাটছে নীরস দিন,
স্মৃতির পাতা ছুলেই মাগো বদন হয় মলিন!
হবে না জানি এই জনমে আর কখনো দেখা!
অচিন দেশে করে গমন,কেন করলে একা!!?