ঘড়ির কাঁটা বিরতি হীন
ঘোরে চক্রাকারে,
তিনটি কাঁটার ভিন্ন গতি,
দ্রুত-মধ্যম-ধীরে।
সেকেণ্ড কাঁটা দ্রুতবেগে
হাটে সবার আগে,
একটি মিনিট হতে জানি
সেকেণ্ড ষাটটি লাগে।
ষাট মিনিটে হয় যে ঘণ্টা
তাহাও আমি জানি,
সেকেণ্ড কাঁটার পদধ্বনি
হিসেব করে শুনি।