হাত উঠিয়ে করে সম্মান,অন্তরের পশুটিকে,
চিত্ত পশু যায় হয়ে খুশ শ্রদ্ধার এ রকম দেখে?
পেয়ে সম্মান খুবই খুশি!দাঁত খিলিয়ে হাসি!
কেন তোরা চাসনা বসত সৎ মানুষদের বুকে!?


নিচ্ছ ভেবে করছে সবে অন্তর থেকে সম্মান?
তোমার মূর্তি দেখামাত্র কাঁপে সবার মন-প্রাণ!
সরিয়ে দেখো মনের পশু,সাধারণেই হবে বাস,
সুজনেরা বাসবে ভালো,দুর্জনেরা ধরবে কান।