কাল হাঁটছে তার আপন পথে সঙ্গে নিয়ে গ্রহ-তারা,
সম্মিলিত দিন-রাত চক্রে যেমন সৃষ্টি তেমন মারা।

কেউ পারে না চিরস্থায়ী কাল বুকে সুখ রাখতে ধরে,
সুখ কুড়াতে পিঁপড়েগুলোও অগ্নি পানে দেয় যে ওড়া!!