ঊর্ধ্বপানে সিংহনাদ,
ভয়ে কম্পমান ধরা!ঝরছে আকাশ;
বসন্ত বিলীন প্রায়
তপ্ত গ্রীষ্মের ভেতর,প্রবল বাতাস!
পবন ছুটছে বেগে,
কেন যে এতটা রেগে!মড়মড় শব্দ!
স্রষ্টাকে ডাকছে সব,
বদনে করুণ রব!আঁখি কাঁদকাঁদ!
অগণিত জলশিলা
বর্শা দিয়ে চালা'পরে করছে প্রহার!
জননীর হাত ধরে
অঝরে কাঁদছে শিশু!ঠাসঠাস দ্বার!!
তপন বেঁধেছে ঘর
কালো মেঘের ভেতর,নেমেছে রজনী!
ভয় জাগানো তড়িৎ!
নামছে জমিন পানে,প্রতি চোখে পানি!
ঝরছে প্রচুর ফল!
কমছে যে মনোবল!যাচ্ছে চালা পড়ে!!
এবার বেরোতে হবে!
জীবন রক্ষার তরে!ঘরের বাহিরে!!