সবাকার মুখে আজ,
আনন্দে ফুটুক হাসি,নব বস্ত্র পরে;
পেটভরে খেয়েদেয়ে,
কাটুক সময়গুলো কোলাকুলি করে।
মুছুক নয়ন থেকে,
চিরতরে কষ্টগুলো অপার আনন্দে;
ভাসুক প্রতিটি কানে,ঈদের মহিম কথা,
সুর আর ছন্দে।
প্রতিটি অন্তর থেকে,
যাক হারিয়ে কুদৃশ্য,কুমন্ত্র,কুকথা;
দুঃখীদের যত্ন করে,
টেনে এনে বুকে-মনে হোক পুষ্প গাঁথা।
একই মালায় সব,
জড়াক একই সুখে,ভেদ গুলো ভুলে;
ঈদ হোক সম সুখে,
জাতিধর্ম নির্বিশেষে,ধরণীর কোলে।