চলব আমি সরল পথে গরল হতে দূরে,
বিলি করে হাসি ধ্বনি আনব খুশি ঘরে।
যুক্ত হবো মন খুশিতে কর্ম-বুদ্ধি-জ্ঞানে,
ছুটব সদা সামন পানে সু বন্ধুদের সনে।
মত্ত হয়ে কভু কারো করব নাকো ক্ষতি,
সৎ ব্যক্তিদের নেব করে চলাচলে সাথী।
সুকর্মতে যতেক বাঁধা রাখব দূরে ঠেলে,
কুড়াব না অন্তর ঘৃণা দেহ-কড়ির বলে।
পূণ্য আনব ঘরের ভেতর শুদ্ধ কর্ম করে,
যত্ন করে আজীবন কাল রাখব রত্ন ধরে।
ধ্বংস করে বনের লতা ফুটাব ফুল মনে,
করব খেলা স্বয়ং মনে প্রজাপতির সনে।
বলব কথা ধীরেসুস্থে স্পর্শ করে অন্তর,
মনের ভেতর পাব সদা যত্ন এবং আদর।
বুকে-পিঠে ছুরি মেরে আনব না সুখ ঘরে,
দুখীর দেহ সুখে-দুখে রাখব আপন করে।
মিথ্যা হতে বহু দূরে রাখব সদা মুখ-কান,
চর্চা করে সত্য কথা রাখব পূর্ণ মন-প্রাণ।
পুষ্প দিয়ে গাঁথব মালা প্রতি জনের মনে,
চাইনা মজা অশ্রু এবং রুধির মাখা ধনে।