চাই  গুরুর   চরণ,
জয়   করতে মরণ,
বারবার কারাগারে
না আসার তরে,

সহজ রাস্তায় চলে,
মন্ত্রের অদৃশ্য বলে,
হতে  চাই বলীয়ান
অন্তরের ঘরে।

আসছেন ত্রাতা হয়ে,
মুক্তির  তরণী  নিয়ে,
দাঁড় বেয়ে নিজহস্তে
ভক্তের ঠাকুর,

দেখে নিষ্পাপ বদন,
নিশ্চিত গলবে  মন,
কণ্ঠে রয়েছে উনার
সত্য-শুদ্ধ সুর।

থাকবেনা স্কন্ধ'পরে,
অদৃশ্য লাগাম  ধরে,
কুপথে আনন্দ দেয়া
অশুভ দিশারি,

নামবে  ভক্তের  ঢল,
হস্তে নিয়ে ফুল-ফল,
হবে  তাড়িত  অসুর
শুনে হরি!হরি!!

নিষ্পাপ  চরণ ধরে,
ডুব দেব যে অন্তরে,
শুনব একাগ্র  মনে
মুক্তির কথন,

করব সুযোগ পেলে,
নয়নের জল ফেলে,
মঙ্গলার্থে শুভ কর্ম,
অনেক যতন।

মন  মাঝারে  বাসনা,
ধামে আঁকব আল্পনা,
অনন্ত   প্রসূন   দিয়ে
অগণিত মালা,

আনন্দ  অন্তর  ঘরে!
দেবেন পাইয়ে মোরে,
অক্ষয় সোনার  তরী,
মথুরার কালা।
২০/১১/২০২৩