সারা মুখে এখন শুধু শ্যামল বর্ণের হাসি,
এমন হাসি চিত্ত সুখে অনেক ভালোবাসি।
হাসছে আমন চিত্ত সুখে নেত্র পানে চেয়ে,
তৃণ হাসছে শ্যামল সুখে বৃষ্টি পরশ পেয়ে।
লতা হাসছে বৃক্ষ 'পরে মিশে পাতার সনে,
সবুজের ঢেউ লেগেছে যে বনে এবং মনে!
জলের মুকুট মাথায় নিয়ে হাসছেমাঠে কচু,
শ্যামল পত্রের ভরে বৃক্ষ রাখছে মাথা নিচু।
কলাপাতার নড়াচড়া শ্যামল নিয়ে কোলে,
হরিৎ ঘুমটা বারে বারে দিচ্ছে পবন খুলে।
শ্যাম সাগরে মন হরষে নেত্র দ্বয়ের খেলা,
ডুবছে তপন তড়িঘড়ি চড়ে শ্যামল ভেলা!
২৫/০৯/২৩
১০/০৬/৩০