ক্ষমা এবার মন পেতে চায়
প্রশান্ত মিত্র (শান্ত)

মনুতটে তারাপাশায়
বিষ্ণুপদ ধাম আঙিনায়,
দিয়ে গড়া দোলপূর্ণিমায়
ক্ষমা এবার মন পেতে চায়,
ভরে গেছে দেহ তরী
অধিক পাপে কানায়-কানায়।

কানায়-কানায় কানায়-কানায়
কানায়-কানায় কানায়-কানায়
ভরে গেছে দেহ তরী
অধিক পাপে কানায়-কানায়।

মহাক্ষণে ভক্তসনে
শ্রী মহানাম সংকীর্তনে,
তাল মিলিয়ে মধুর তানে
অশ্রু বারি বিসর্জনে,
কাটালাম না ধামে সময়
রয়েছি তামসিক খেলায়।

কানায়-কানায় কানায়-কানায়
কানায়-কানায় কানায়-কানায়
ভরে গেছে দেহ তরী
অধিক পাপে কানায়-কানায়।

জানি তুমি কোরো ক্ষমা
যে দেয় পাপ চরণে জমা,
সোনা ভেবে কুড়াই তামা
কয়লা মন ও দেহ জামা,
সকল সীমা করে লঙ্ঘন
আছি বসে দিন অপেক্ষায়।

কানায়-কানায় কানায়-কানায়
কানায়-কানায় কানায়-কানায়
ভরে গেছে দেহ তরী
অধিক পাপে কানায়-কানায়।

পূর্ণ কোরো ইচ্ছে গুলো
অন্ধকারে চাইছি আলো,
তুমি হলে কৃষ্ণ কালো
এই জগতের আলো-ভালো।
দাও পৌছায়ে আমায় প্রভূ
ঝলমলে ধাম স্বর্ণ নৌকায়।

কানায়-কানায় কানায়-কানায়
কানায়-কানায় কানায়-কানায়
ভরে গেছে দেহ তরী
অধিক পাপে কানায়-কানায়।