পাপ করল প্রশ্ন মোরে,'চাও কি তুমি সুখ?
সন্ধি করো আমার সনে বিদেয় নেবে দুখ।
সুদ ও মদ দাও ছড়িয়ে প্রতি জনের হাতে,
স্বপ্ন আঁকো রশ্মি ছেড়ে নেত্র দিয়ে রাতে।
মাতাল হলে নিদ্রা কালে পাবে মনে শান্তি,
থাকবে দূরে দহন জ্বালা ভয় আর ক্লান্তি।
ধরবে যত ঘুষের টাকা খাবে ততই ভালো,
কর্ম গুলো ঢাকতে চাই বন্ধু গুলো কালো।
জাগা জমিন করে দখল গড়ো তাতে স্বর্গ,
তোমার পূজা করবে সব হাতে নিয়ে অর্ঘ্য।
জোঁকের মত টানো রক্ত বুভুক্ষুদের দেহে,
আসবে চলে টাকা-স্বর্ণ বিনা কর্মে গৃহে।
দাও জিতিয়ে ধরা বক্ষে সর্ব বাঁকা লোক,
রাখতে হবে বন্ধ তাতে শুধু একটি চোখ'।
শ্রবণ করে পাপের কথা বিস্ফুরিত বুক!
অগ্নি শিখা বাহির পানে ধাক্কা দিল মুখ।
বেশ বলেছ!বন্ধ করো!ঘুরছে মোর মাথা,
কর্ণ পেতে এবার তুমি,শোন সরল কথা।
চাইনা কভু ঘৃণা কুড়িয়ে কু কর্মে বাঁচতে,
মন্দ পথে লেজ নাড়িয়ে আনন্দে নাচতে।
নরক দ্বারে হস্তে সদা থাকে পুষ্প মালা,
ঢুকিয়ে দেহ অন্ধকারে,দাও বাহিরে তালা।
ঘৃণা করি তোমাকে আর অন্ধ অনুসারী,
যদিও থাকে টিকি-পৈতা,গাল ভর্তি দাড়ি।