সর্বত্র রয়েছ তুমি, নিরাকারে মনে,
অনন্ত লহর আর প্রত্যেকটা রণে।
যে খানেই করে যুদ্ধ ধর্ম ও অধর্ম,
লড়াই সেখানে করা আমারও কর্ম।
মঙ্গল নিশান ধরে পাই মনে সুখ,
তোমার দেখান পথে করি দূর দুখ।
করি সেথা দেহমনে স্বধর্মের কাজ।
তবুও অন্তিম পথে কষ্ট আর লাজ!
করো গমন শ্রীধামে কার্য শেষ হলে,
নরক অনলে মোর দেহখানা জ্বলে!
অদৃশ্য কলুষ করে অন্তরটা কালো,
বাইতে পারেনা বৈঠা সুতাসম ভাল।
পাইনা ভূমির দেখা ডুবে যায় তরী!
পাপক্ষয় হলে ফের তরীখানা চড়ি।