তর্জনীতে ছুঁয়েছি তোকে
চোখ ফুটিয়ে ছুঁইনি
পাশে পাশে এক পা দু পা
সাতান্ন পা যাইনি!

***
বুকে মুখ ডোবে, গালে গলে নুন
ইশারা জানে, নিথর ভাসার গুণাগুণ
আঙ্গুলের করে, দুহাতের আড়ে
নরম জমিতে, কাড়াকাড়ি করে
সাদা পাতা চাউনি মাখা
পোস্ত-মন।।

***
এক গলা জলে
বাতাস-বাড়ির আঙ্গিনায়
পথ সাজছিল, তার ঘাম ছিল
এগোনো পায়ে।
হাঁতড়ে ধূলোর সাঁজোয়া
ঝড়ের দেশে অতই সোজা
বাতাস খুঁজে পাওয়া!
ধূষর পরিচয়ে
মরুর দেশে একলা মনে...
জলের গান গাওয়া।

***
মোম গলছে শিরা চিরে
পলাশআগুন বাতাস ঘিরে
ডোঙা ভাসায় মায়াজলে
জল ফাটে জল জ্বলে।।