দ্রিম দ্রিম দ্রিম
দ্রা দ্রা দ্রা
দারা দারা দ্রা

মন সরে..

সেই তালে মাদলে
বাদলে চৌদোলে
হিল্লোলে কল্লোলে
কার যেন আদলে

মন ওড়ে।

দ্রাক দিনা দ্রাক ধিনা
সেই তালে কোন ফাঁকে
ফাঁক তালে ঝাঁপ দিল

চুপচাপ।

চেনা মেঘে দশ দিকে
হেসে ওঠে ফিকফিকে

ভালোবাসা

টু্পটাপ।