যা গিয়ে দ্যাখ, তোরই ঘরের ঠিক যেন ওই মাঝে—
গোলাপ-কাঠের একটা পাইপ.. তাতে আগুন রাখা আছে।
জ্বলছে শিখা? না তো! শুধু ধোঁয়ার বলয় পাছে—
হালকা নীলে-ধূষর মিশে আগুন লাগায় গাছে।
পোড়ে না তার সারা শরীর, পিচুটি হয় না বাসী,
যতই মারো যতই কাটো, ফোটে গোলাপগাছে হাসি।
এমনি করে চাঁদ ডুবে যায়, এমনি করেই মায়া—
জড়িয়ে জড়ায় জাপটে সরায়, অবিশ্বাসের হাওয়া।
ফুরয় না.. জুড়োয় না.. মুড়োয় না তার মাথা
   জেদের ফোঁড়ে এ-পার ও-পার জোড়ে নকসী-কাঁথা ||  
                                                                                                                                                                                                                                         .......................মীজক ২৯/১/১৭