‘পাগলা দাশু’ লাইন পেলে
ঘাই মারে মাছ উঁচু ডালে
মাছের গায়ে কিসের শাঁস
শাঁস কোথা ভাই! ডাবের আঁশ||
**
‘আর না’ বলে রান্না করেন ছাতে
ভেজা দুধের জল লাগল হাতে
শেয়ালমাসীর গলার আঁচল তাতে
পাঁজর কেঁপে আগুনখেলায় মাতে
মাসীর তখন মন যায় জানলাতে
দুইটি খিদের চোখ নিয়ে দুই হাতে||
বিঃদ্রঃ - আসলে এই দু'টিই কিন্তু nonsense riddle. কেবলই শব্দ নিয়ে হিজিবিজি খেলা। তবু আপনাদের সঙ্গে ভাগ করার লোভ সামলাতে না পেরেই......!