আমার মনে জমাট বাঁধা মেঘ..
আড়াল দিয়ে সুযযি মারে উঁকি
ঘরের কোণায় দোটানাতে থাকি..
কত কথাই উঠল জমে বাকি||
*
তাপ্তি তোর তপ্ত তপস্যা
মগ্ন, মূক মায়া মৃদঙ্গে..
জড়ালো জাল, জিরোলো জঙ্গম;
বিশ্বকে ঐ বাঁধল বিভঙ্গে।
করুণ কায়া তপ্ত কিরণে
চপল, চিকন চটুলতায় চিনি
ছাইল ছায়া প্রবল ছোবল হানি||
**