[১]
চাওয়ার মানে পাল্টে যাবে, যদি দু’চোখ বোজো
হাতের ছোঁয়া খুব আবেগে ছুটবে সকল ভুলেll
হাওয়ার গতি উল্টে যাবে যদি আমায় খোঁজো
শব্দগুলো এলোমেলো থাকবে ঠোঁটে ঝুলেll
[২]
ভালোবাসিস তাও –
জ্বলতে গিয়ে
জল হয়ে রোজ পুড়তে থাকি।
ভালোবাসিস তাও –
অবিন্যস্ত শিশুর মুখে
লালার মতো ঝরতে থাকি।
ভালোবাসিস তাও–
ঠোঁটেই শোষে জিভের আগল
ব্লটিং পেপারে মুছতে থাকিll
[৩]
এখানে এখন জড়ের সাথে আছি
এখানে এখন ধূষর পরিচয়
এখানে এখন স্থবির বলিরেখা
অন্ধ হতে স্পর্শ অপচয়ll
[৪]
পারিনি টপকাতে মেধাবী বেড়াটাও, স্বপ্ন ছিল আমি মেঘ হব,
যাইনি একা রাতে তোরই ছায়া পেতে ওই একলা বনে বসে চাঁদ খাব।
সেদিনও হেসেছিলি আজও ভাবিস এই শুকনো বুকে আর বৃষ্টি নেই,
আমিও ধূধূ মাঠে পাহারা দিয়ে যাই বর্ষা ডাকা অনাসৃষ্টিকেইll
[৫]
ঘরের চার কোণেতে চারটে আমি
আমায় দেখেই মুখ ভ্যাংচাই।
সত্যির তীক্ষ্ণ নখে, শুকনো আমার,
মিথ্যে সফল বুক খামচাই।
উনুনে গনগনে আঁচ, বাউল আগুন,
হ্যাংলা শরীর রোজ পুড়ে ছাই
দশটি দিকে দশটি চাওয়া, এক সুরে কয়,
নাটক থেকে বিশ্রাম চাইll