জলছবি থেকে ফোঁটা ফোঁটা জল
ফালিচাঁদের গায়ে ডুমো ডুমো স্বপ্ন-পল।
মেঘের রঙে ছাইল পাঁজর-বুক
আহা! বৃষ্টি মেখে নদীর বড়ো সুখ।
কথারে.. তোরে গাল পাড়ি আর
শব্দ ভাসাই এপার ওপার।
ভাবনা যে তোর কোন মূলুকে
দোলাল মন আর ভুলল লোকে,
তোর শব্দ বীণায় আনন্দ তান
হল আজি টান টান
ও বন্ধু, তোর পদ্যে ডেকেছে বান ll